ফকির হাসান :: সুনামগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে "অপারেশন ডেভিল হান্ট" পরিচালিত হচ্ছে। জেলার বিভিন্ন থানার যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ১. রফিকুল ইসলাম (৫০) - জামালগঞ্জ থানাধীন শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা, ফেনারবাঁক ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য। ২. একই গ্রামের বাসিন্দা - বাবু মিয়া (২০)। ৩. শশী কান্ত গোপ (৫০) - জগন্নাথপুর থানাধীন জগন্নাথপুর গ্রামের বাসিন্দা, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ৪. আব্দুল হামিদ (৫০) - ছতক থানাধীন বিশারদপুর (ঝিগলী) গ্রামের বাসিন্দা, ভাতগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ৫. রফিক মিয়া (৩৫) - ছতক থানাধীন পূর্ব বসন্তপুর গ্রামের বাসিন্দা, দুলারবাজার ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। ৬. ফিরোজ আলী (৪২) - দোয়ারাবাজার থানাধীন মাঝেরগাও গ্রামের বাসিন্দা, দোয়ারাবাজার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।