ফকির হাসান :: সিলেটে হকারদের হাতে গণপিটুনি খেয়ে গ্রেফতার হলেন বঙ্গবন্ধু প্রজন্মলীগ নেতা মোঃ ছুরত আলী।
রোববার (২২ ডিসেম্বর) বিকেলে সিলেট জেলা পরিষদ ভবনের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিলেট কোতোয়ালি মডেল থানার এসআই মোঃ ইবাদুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে।
জুলাই-আগস্ট আন্দোলন পরবর্তী প্রায় ডজন মামলার পলাতক আসামী মোঃ ছুরত আলীর বাড়ি সুনামগঞ্জ সদর থানার রহমতপুর গ্রাম। তিনি ওই গ্রামের মৃত ইসমাইল আলীর পুত্র। রাজনীতিতে তিনি বঙ্গবন্ধু প্রজন্মলীগ সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক। ছুরত আলী নিজেকে আন্চলিক ৫ পত্রিকার প্রকাশক সম্পাদক দাবি করে ব্যাপক হারে চাঁদাবাজি করে আসছিলেন।
অভিযোগ পাওয়া গেছে, রোববার বিকেলে সিলেট জেলা পরিষদের সামনে চাঁদা আদায় নিয়ে হকারদের সাথে বাকবিতন্ডার এক পর্যায় হকাররা তাকে ধরে গণপিটুনী দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
ছুরত আলীর বিরুদ্ধে এসএমপি'র বিভিন্ন থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ ধারায় উল্লেখযোগ্য মামলা গুলো হচ্ছে, সিলেট কোতোয়ালি মডেল থানার মামলা নং-২১তাং ২৩.০৮.২০২৪। এই মামলার ছুরত আলী ১২ নং এজাহার নামীয় আসামী।
সিলেট কোতোয়ালী মডেল থানার মামলা নং-১৮ তাং ১২.১১.২০১৪, এই মামলায় ছুরত আলী ২৩ নং এজাহার নামীয় আসামী। এসএসমপি'র মোগলাবাজার থানার মামলা নং ১১ তাং ২৩.০৯.২০২৪।
এই মামলায় ছুরত আলী ৫৮ নং এজাহার নামীয় আসামী।
এছাড়াও বিস্ফোরক দ্রব্যাদি আইনে ৩টি সিআর মামলা থানা পুলিশ ও পিবিআইয়ের তদন্তাধীন। সাইবার নিরাপত্তা আইনেও আরও দুটি পিটিশন মামলা পিবিআই ও সিআইডির তদন্তে রয়েছে।
চাঁদাবাজ প্রতারক ছুরত আলীর গ্রেফতারে সাংবাদিক ব্যবসায়ীসহ সকল মহল স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।