ব্রাহ্মণবাড়িয়া : ১৫ ডিসেম্বর ২০২৪: সোনালী সকালের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া গভ. মডেল গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত হলো দর্পন সাংস্কৃতিক প্রতিযোগিতা।
আজ রবিবার সকাল ৯টায় আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্টে ২০০ জনেরও বেশি শিশু-কিশোর অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার উদ্বোধন করেন সোনালী সকালের প্রতিষ্ঠাতা ফাহিম মুনতাসীর। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহিম, শিবলী চৌধুরী, মোসলেহ উদ্দিন সাগর, হাবিবুর রহমান পারভেজ, নাসিদ সাবা নূর তাসনিম মার্সি, দীপ্ত মোদক, প্রহর চন্দ্র আচার্য, সানজিদা শারমিন ফ্লোরা, শাহাদাত হোসেন সোহেল, মেহেক জিয়া, আবদুল মতিন শিপন, দীলিপ মোদক, এবং বোরহান উদ্দিন, রূপম সূত্র ধর, ফারদিয়া আশরাফি নাওমি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দর্পণ সাংস্কৃতিক প্রতিযোগিতার আহ্বায়ক মো. জাহিদ হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোনালী সকাল সংগঠনের সদস্য আজিজা সোপান, হুমায়ুন কবির, অর্পিতা সরকার চাহাত,মো: তানভীর ইসলাম,সাপাইয়া আক্তার স্বর্ণা, নূরজাহান রেশমা, তাবাসুম মৃধা, ফাহিম মুনতাসির, সাইফ আহমেদ বশির, তাওসিদ আলম তাজিম, ফাইয়াজ ফারসিদ মুবিন
,রূপম সূত্রধর, জাহিদ হোসাইন, আইরিন মৃধা,প্রণব দেবনাথ, প্রহর আচার্য্য, স্বরূপা রায়,ওয়াফিকুল ইসলাম আপন,হুসাইন ইসলাম জয়, শান, চৈতী,তাবাসসুম নিরা,সালাউদ্দিন, ইসরাত জাহান, শাহআলম পালোয়ান, অধরা।
প্রতিযোগিতায় নাচ, গান, আবৃত্তি, অভিনয়, ছবি আঁকা, এবং যন্ত্রসংগীতসহ ৬টি ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণ আগামী ১৮ জানুয়ারি শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত সোনালী সকালের জমকালো প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে।