১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মাদক সম্রাট আব্বাস ও তার স্ত্রী তারাবানু সেলিমসহ- ৩ মাদক ব্যাবসায়ী আটক

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০২:০৮ অপরাহ্ণ
মাদক সম্রাট আব্বাস ও তার স্ত্রী তারাবানু সেলিমসহ- ৩ মাদক ব্যাবসায়ী আটক

Manual4 Ad Code

মোঃ শফিয়া রহমান বিশেষ প্রতিনিধ-: ডিএমপি ঢাকা তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ গতকাল ১৩/০২/২০২৫ তারিখ বিকাল সাড়ে চারটার দিকে পূর্বনাখালপাড়া আলকাতরা ফ্যাক্টরীর সামনে ফুটপাত বস্তিতে অভিযান চালিয়ে ৩ কেজি ৪০০ গ্রাম গা*জা+বিক্রয়লব্ধ ২৭,৯০০ টাকাসহ মাদক সম্রাট আব্বাস(৪২) তার স্ত্রী তারাবানু(৩০) ও সেলসম্যান সেলিম(৪৩) কে আটক করেন।

 

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

আটককৃত আব্বাস বরিশাল বাবুগন্জ উপজেলার রহমতপুর গ্রামের মৃত সামাদ মোল্লার ছেলে সেলসম্যান সেলিম গাজিপুর শ্রীপুর উপজেলার পটকা গ্রামের মৃত আলম এর ছেলে সকলেই তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন পুর্বনাখালপাড়া আলকাতরা ফ্যাক্টরির সামনে বস্তিতে বসবাস করে অবৈধ মাদক ব্যাবসা পরিচালনা করে আসতো। অভিযানে ছিলেন উপপরিদর্শক রুহুল আমিন উপপরিদর্শক মুর্শিদুল আলম উপপরিদর্শক সুশান্ত কুমার সহঃ উপপরিদর্শক গোলাম রসুল সহঃ উপপরিদর্শক সুশান্ত নারী কং/ শিউলি রানী ও কং/বৃষ্টি আক্তার।

 

Manual6 Ad Code

তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ জনাব গাজী শামীমুর রহমান জানান মাদকসম্রাট আব্বাস কে ইতিপূর্বেও কয়েকবার মাদকসহ আটক করে মামলা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ৪০ টিরও বেশি মাদক মামলা রয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় আইনশৃংখলা রক্ষায় চোর,ডাকাত, মাদক কারবারী, সন্ত্রাসী, ছিনতাইকারী গ্রেফতার ও মাদক নির্মুলে মাদক উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code